২৯ মে ২০২২ খ্রিঃ 'আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২' উদযাপন উপলক্ষে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব প্রলয় চিসিম মহোদয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মাঝে বরিশাল রেঞ্জ পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি জনাব মেজর তানভীর রশিদ খান, জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম জনাব রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি, রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন, এপিবিএন, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশসহ বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।