এ্যাপস সমুহ

Picture

পহেলা বৈশাখ / ১৪ এপ্রিল

পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১তারিখ বঙ্গাব্দের  প্রথম দিন, তথা বাংলা নববর্ষ । দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।

গ্রেগরীয় অনুসারে বাংলাদেশের প্রতি বছর ‍১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাহডমী কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।

 
Copyright © 2023 RANGE DIG OFFICE, BARISHAL. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.