মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রেঞ্জাধীন জেলাসমূহে মাদক বিরোধী সাইকেল র্যালির উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের সমন্বয়ে উক্ত র্যালির আয়োজন করা হয়। অধিকাংশ র্যালিতেই জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সাইকেল র্যালির মাধ্যমে জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন করা হয়েছে। কার্যক্রমটি মাদক নিয়ন্ত্রণে একটি ব্যতিক্রমী উদ্যোগ হওয়ায় সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।